Star Delta Starter Connection in Bangla | স্টার ডেল্টা কানেকশন শিখে ফেলুন আজই - EEE AID

Tuesday 21 April 2020

Star Delta Starter Connection in Bangla | স্টার ডেল্টা কানেকশন শিখে ফেলুন আজই

স্টার ডেল্টা স্টার্টার টিউটোরিয়াল | Star Delta Starter Tutorial in Bangla

Star Delta Starter: হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন? আমি অনেক ভাল আছি। বন্ধুরা আজকে আমরা স্টার ডেল্টা স্টার্টার নিয়ে আলোচনা করব এবং আপনাদের কিভাবে স্টার ডেল্টা কানেকশন (Star Delta Connection) করতে হয় তা দেখাবো। ইলেকট্রিক্যাল ইন্জিনিয়ারিং জগতে স্টার ডেল্টা কানেকশন (Star Delta Connection) জানাটা অত্যন্ত জরুরী । কারন আমরা যেকোন তিন ফেজ মটর হয় স্টার না হয় ডেল্টা বা স্টার ডেল্টা কানেকশন (Star Delta Connection) দিয়ে চালাই। বড় বড় মটর গুলোর স্টার্টিং সমস্যা সমাধানে স্টার ডেল্টা স্টার্টার আমাদের অনেকটাই চিন্তা মুক্ত করেছে। কিন্তু স্টার ডেল্টা স্টার্টার (Star Delta Starter) বুঝতে হলে আগে আমাদের স্টার ডেল্টা কানেকশন(Star Delta Connection) বুঝতে হবে। আশা করি আমার আজকের লেখাটি সম্পূর্ন পড়লে আপনাদের আর স্টার ডেল্টা কানেকশন (Star Delta Connection) বা স্টার ডেল্টা স্টার্টার (Star Delta Starter) নিয়ে কোন সমস্যা থাকবে না।

➤কি কি শিখব আজকে?
  • স্টার কানেকশন (Star Connection) কি?
  • ডেল্টা কানেকশন (Delta Connection) কি?
  • স্টার ডেল্টা স্টার্টার (Star Delta Starter) কি?
  • স্টার ডেল্টা স্টার্টারের  প্রয়োজনীয়তা কি ?
  •  স্টার ডেল্টা স্টার্টার (Star Delta Starter) বানাতে কি কি লাগবে?
  • স্টার ডেল্টা কানেকশন (Star Delta Connection) কন্ট্রোল ডায়াগ্রাম 
  • স্টার ডেল্টা কানেকশন (Star Delta Connection) পাওয়ার ডায়াগ্রম

➤ স্টার কানেকশন (Star Connection) কি?

যদি কোন মটর, লোড বা অল্টারনেটরের তিনটি ফেজের বা কয়েলের প্রতিটার একটি প্রান্ত এক বিন্দুতে যুক্ত থাকে এবং  প্রতিটা ফেজের মধ্যবর্তী দুরত্ব ১২০ ডিগ্রি তবে সেই কানেকশন কে স্টার কানেকশন (Star Connection) বলে। এ ধরনের কানেকশন ট্রান্সমিশন সিস্টেমে বহুল ব্যবহৃত হয় এবং একে তিন ফেজ চার তার কানেকশন বা Y কানেকশনও বলা হয়।
স্টার কানেকশনে (Star Connection) লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট সমান এবং লাইন ভোল্টেজ ফেজ ভােল্টেজের ১.৭৩ গুন হয়।

➤ ডেল্টা কানেকশন (Delta Connection) কি?

যখন ১২০ ডিগ্রী ব্যবধানে তিনটি কয়েল এমন ভাবে সংযোগ করা হয় যে প্রথমটর শেষ প্রান্ত দ্বিতীয়টার প্রথম প্রান্ত , দ্বিতীয়টার শেষ প্রান্ত তৃতীয়টার প্রথম প্রান্ত এবং তৃতীয়টার শেষ প্রান্ত প্রথমটার প্রথম প্রান্ত যুক্ত খাকে তখন তাকে ডেল্টা কানেকশন (Delta Connection) বলে। একে তিন ফেজ তিন তার কানেকশনও বলে।
ডেল্টা কানেকশনে ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ সমান থাকে এবং লাইন কারেন্ট ফেজ কারেন্টের ১.৭৩ গুন।

➤ স্টার ডেল্টা স্টার্টার (Star Delta Starter) কি?

এটি একটি মটর স্টার্টার । মোটামুটি একটু বড় পর্যায়ের বা ৭.৫ কি.ও এর বেশি ক্ষমতা সম্পন্ন মটর গুলো  চালু করার জন্য স্টার ডেল্টা স্টারর্টার ব্যবহার করা হয়। এক্ষেত্রে মটরটি প্রথম স্টার কানেকশনে চালু হবে এবং কিছু সময় পর তা ডেল্টা কানেকশনে চলতে থাকবে।

স্টার ডেল্টা স্টার্টারের (Star Delta Starter) প্রয়োজনীয়তা কি ?

‘যে কোন মটর চালু অবস্থায় এর রোটর স্থির থাকে ফলে যখনই চালু করা করা হয় এর স্টেটর লাইন হতে স্বাভাবিকের তুলনায় ৫ থেকে ৭ গুন বেশী কারেন্ট গ্রহন করে।  বড় বড় মটরের ক্ষেত্রে এই কারেন্ট এত বেশি যে মটর পুড়ে যেতে পারে। তাই আমাদের করনীয় হচ্ছে স্টার্টিং এর মূহুর্তে এই কারেন্ট কে কমিয়ে আনা এবং এর জন্য ফেজ ভোল্টেজকে কমিয়ে আনতে হবে। উপরের বর্ননা অনুযায়ী দেখা যায় ডেল্টা কানেকশনে ফেজ ভোল্টেজ ও লাইন ভোল্টেজ সমান অর্থাৎ লাইন ভোল্টেজ ৪০০v হলে ফেজ ভোল্টেজও ৪০০v । কিন্তু স্টারে ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজের ১.৭৩ ভাগ অর্থাৎ লাইন ভোল্টেজ ৪০০v হলে ফেজ ভোল্টেজ ২৩০v । তাই আমরা যদি মটরটিকে প্রথমে স্টার কানেকশনে (Star Connection)  চালু করে তারপর মটর এর স্পিড ফুল স্পিডের ৭৫% থেকে ৮০% এ পৌছালে ডেল্টা কানেকশনে চালাই তাহলে মটর পুড়ার সম্ভাবনা খুব কম। তাছাড়া স্টার ডেল্টা স্টার্টার (Star Delta Starter) ইনভার্টার ড্রাইভের চাইতে অনেক স্বল্পব্যায়ী।

স্টার ডেল্টা স্টার্টার (Star Delta Starter) বানাতে কি কি লাগবে?

  • অন সুইচ (পুস বাটন) ....................................০১ টি
  • অফ সুইচ (পুস বাটন).....................................০১ টি 
  • ম্যাগনেটিক কন্টাক্টর.....................................০৩ টি
  • সার্কিট ব্রেকার ..............................................০১ টি 
  • টাইমার (অন ডিলে) ......................................০১ টি
  • প্রয়েজনীয় কানেক্টিং ক্যাবল

স্টার ডেল্টা কানেকশন কন্ট্রোল ডায়াগ্রাম | Star Delta Starter Control Diagram

Star Delta Starter Connection in Bangla | স্টার ডেল্টা কানেকশন শিখে ফেলুন আজই
স্টার ডেল্টা কানেকশন কন্ট্রোল ডায়াগ্রাম
উপরের চিত্রে K1 হচ্ছে মেইন কন্টাক্টর, K2 হচ্ছে ডেল্টা কন্টাক্টর, K3 হচ্ছে স্টার কন্টাক্টর এবং T হচ্ছে অন ডিলে টাইমার।  A1 এবং  A2 হচ্ছে কন্টাক্টর ও টাইমার গুলোর কয়েলের ইনপুট এবং আউটপুট। এখানে অন সুইচে চাপ দিলে K1 কন্টাক্টর অন হবে এবং এর NO গুলো NC হয়ে যাবে ফলে পুশবাটন ছেরে দিলেও কন্টাক্টর অন থাকবে। একি সাথে টাইমার (T) অন হবে এবং স্টার কন্টাক্টর (K3) পাওয়ার পেয়ে অন হয়ে যাবে। তারপর টাইমারে সেট করা টাইমের পর টাইমার একশন নিবে এবং এর NO গুলো NC হয়ে যাবে। ফলে স্টার কন্টাক্টর (K3) বন্ধ হয়ে যাবে এবং ডেল্টা কন্টাক্টর (K2) চালু হবে।

স্টার ডেল্টা কানেকশন পাওয়ার ডায়াগ্রম | Star Delta Starter Power Diagram


Star Delta Starter Connection in Bangla | স্টার ডেল্টা কানেকশন শিখে ফেলুন আজই
স্টার ডেল্টা কানেকশন পাওয়ার ডায়াগ্রাম
 উপরের চিত্রানুযায়ী মটর এবং ম্যাগনেটিক কন্টাক্টর গুলোর পাওয়ার ক্যাবল স্টার ডেল্টা কানেকশন দিতে হবে।

বন্ধুরা আজকে এই পর্যন্ত । আজকের লেখাটি কেমন লাগল এবং স্টার ডেল্টা কানেকশন নিয়ে কোন প্রশ্ন থাকলে তা কমেন্টে জানাবেন। আর ভাল লাগলে Star Delta Starter পোষ্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।

Star Delta Starter  Star delta connection  Star Delta Starter  Star delta connection
Star Delta Starter  Star delta connection  Star Delta Starter  Star delta connection

No comments:

Post a Comment