সরকারি চাকরি ১৫ টি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | EEE Job Preparation
Electrical Engineering Jobs |
Electrical Engineering Jobs: বন্ধুরা আপনারা যারা সরকারি চাকরির জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন আজকের লেখাটি তাদের জন্য । আজকে আমি উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) পদে সরকারি চাকরির জন্য কিছু গুরুত্বপূর্ন প্রশ্ন ও উত্তর আপনাদের সাজেস্ট করব।(Electrical Engineering Jobs) আশাকরি এই প্রশ্ন গুলি আপনাদের সরকারি চাকরি প্রত্যাসাকে সাফল্যে রুপ দিতে অনেকটা এগিয়ে নিবে। তাহলে চলুন আজকের প্রশ্ন ও উত্তর গুলো দেখে নেই।
Sub Assistant Engineer in EEE Job Preparation | উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) সরকারি চাকরি এর প্রশ্নোত্তর
০১) ইনসুলেটরের (Insulator) কি কি গুনাবলী থাকা প্রয়োজন?⏩ ইনসুলেটরের ভোল্টেজের চাপ প্রতিরোধ ক্ষমতা থাকতে হবে, উচ্চ মানের ইনসুলেসন রেজিস্ট্যান্স থাকতে হবে, দীর্ঘ স্থায়ী হতে হবে, রাসায়নিক বিক্রিয়া প্রভাব মুক্ত হতে হবে এবং যান্ত্রিক ভাবে দৃঢ় হতে হবে।
০২) একটি বাতির গায়ে 250 V , 60W লেখা আছে এর মানে কি?
⏩ এর মানে হল বাতিটি ২৫০ ভোল্ট সরবারহের সাথে যুক্ত হলে সবচেয়ে বেশী উজ্জল আলো দিবে এবং সেই পরিমান আলো বিকিরনের জন্য ঐ বাতির প্রতি সেকেন্ডে ৬০ জুল শক্তি ব্যায় হয়।
০৩) কোন পরিবাহীতে উৎপন্ন তাপ কি কি বিষয়ের উপর নির্ভর করে?
⏩ পরিবাহীতে প্রবাহিত কারেন্টের বর্গ, পরিবাহীর রোধ এবং কত সময় ধরে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে তার উপর ।
০৪) বিভিন্ন প্রকার ক্যাপাসিটরের (Capacitor) নাম লিখ।
- ফিক্সড ক্যাপাসিটর-মাইকা, পেপার, সিরামিক, ইলেকট্রোলাইটিক
- এডজাস্টেবল ক্যাপাসিটর - এয়ার টিউন্ড ও মাইকা টিউন্ড
- ভেরিয়েবল ক্যাপাসিটর - গ্যাংগড ক্যাপাসিটর
Electrical Engineering Jobs Preparation | সরকারি চাকরি এর প্রস্তুতি
EEE job Preparation |
⏩ রিলাকটেন্স হচ্ছে পদার্থের এক বিশেষ ধর্ম যা ম্যাগনেটিক ফ্লাক্স প্রতিষ্ঠায় বাধা প্রদান করে। অন্যথায় পারমিয়েন্স কোন পদার্থে ম্যাগনেটিক ফ্লাক্স প্রতিষ্ঠায় সহযোগিতা করে।
০৬) ম্যাগনেটিক লিংকেজ এবং লিকেজ কি?
⏩ যখন কোন ম্যাগনেটিক কয়েলে অন্য কোন ম্যাগনেটিক ক্ষেত্র হতে ফ্লাক্স সংযুক্ত বা সংশ্লিষ্ট হয় তখন এই ঘটনা কে ম্যাগনেটিক লিংকেজ বলে এবং সংশ্লিষ্ট ফ্লাক্সকে মিউচুয়াল ফ্লাক্স বলে। অপরদিকে ম্যাগনেটিক সার্কিটের কোরের এয়ার গ্যাপ দিয়ে প্রবাহিত ফ্লাক্স কে মূলত লিকেজ ফ্লাক্স বলে। কারন এই ফ্লাক্স গুলো কোন কাজে আসে না।
(Electrical Engineering Jobs)
০৭) কয়েলে উৎপন্ন ভোল্টেজ কি কি বিষয়ের উপর নির্ভর করে?
- উৎপন্ন ভোল্টেজ কয়েলের প্যাচ সংখ্যার সমানুপাতিক
- কয়েলের গতিবেগ যত বেশি হবে ফ্লাক্ন কর্তন তত বেশি হবে এবং সেই হারে ভোল্টেজ উৎপাদন বৃদ্ধি পাবে
- চৌম্বক ক্ষেত্রের শক্তির উপর
- ঘূর্নায়মান কয়েল এবং চুম্বক বলরেখার মধ্যবর্তী কোনের উপর । সমকোন হলে সর্বোচ্চ ভোল্টেজ উৎপন্ন হবে।
- VIR - Valcunized Indian Rubber
- PVC - Poly Vinyl Chloride
- CTS - Cab Tyre Sheathed
- TRS - Tough Rubber Sheathed
⏩ সার্কিটে প্যারালেল লোড অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেলে সার্কিট রেজিস্ট্যান্স আশংকাজনক হারে কমে যায় ফলে মাত্রাতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয় । এবং ক্যাবলের ইনসুলেশন নষ্ট হয়ে শর্ট সার্কিট হতে পারে।
(Electrical Engineering Jobs)
১০) ওহম’স “ল” এর সীমাবদ্ধতা গুলো কি?
- এসিতে প্রয়োগ করা যায় না
- তাপমাত্রা নির্দিষ্ট থাকতে হয়
- কিছু কিছু মেটালের উপর ওহম’স ল প্রয়োগ হয় না।
- পিন টাইপ ইনসুলেটর
- সাসপেনশন টাইপ ইনসুলেটর
- স্ট্রেইন টাইপ ইনসুলেটর
- শ্যাকল টাইপ ইনসুলেটর
- পোস্ট টাইপ ইনসুলেটর
- স্টে বা গাই ইনসুলেটর
⏩ দুইটি পোলের যে বিন্দুতে তার সংযোগ করা হয় সেই দুটি বিন্দুর সংযোজনকারী কাল্পনিক আনুভুমিক রেখা হতে তারের সর্বোচ্চ ঝুলে পড়া বিন্দু পর্যন্ত দুরত্বকে স্যাগ বলে।
➤EEE Job Preparation | সরকারি চাকরি এর প্রস্তুতি
১৩) স্যাগ মাপার পদ্ধতি গুলো লেখ।- ডায়নামোমিটারের সাহায্যে
- ওয়েভ বা তরলের সময় মেপে
- স্যাগ বোর্ডের সাহায্যে
- ইনসুলেটর ফেইলুর
- লাইনের আকস্মিক ক্ষয়ক্ষতি
- লাইটনিং সার্জ
- ভোল্টেজ ড্রপ
- আন-ব্যালেন্সড হয়ে যাওয়া
- দীর্ঘ ক্রসআর্ম ব্যবহার করে
- ইনসুলেটর ইউনিট গুলো গ্রেডিং করে
- গার্ড রিং ব্যবহার করে
- কন্ডাক্টিং গ্লেজ পদ্ধতিতে
Electrical Engineering Jobs EEE job Preparation Electrical Engineering Jobs EEE job Preparation Electrical Engineering Jobs EEE job Preparation Electrical Engineering Jobs EEE job Preparation
Electrical Engineering Jobs EEE job Preparation Electrical Engineering Jobs EEE job Preparation
nice post
ReplyDelete