Ohm's Low, Resistance Low, Voltage Divider Rule, Current Divider Rule, Series Circuit and Parallel Circuit in Bangla - EEE AID

Friday 10 April 2020

Ohm's Low, Resistance Low, Voltage Divider Rule, Current Divider Rule, Series Circuit and Parallel Circuit in Bangla

 ওহমের সূত্র রোধের সূত্র সিরিজ সার্কিট প্যারালাল সার্কিট ভোল্টেজ ডিভাইডার রুল কারেন্ট ডিভাইডার রুল

হ্যালো প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আমরা বিগত পোষ্টে ডিসি সার্কিটে ইন্ডাক্টর ও ক্যাপাসিটরের প্রভাব নিয়ে আলোচনা করেছিলম । যারা পড়েননি তারা নিচে দেয়া লিংক থেকে পড়ে নিতে পারেন। এটি ডিসি সার্কিট সমাধানে অত্যন্ত জরুরী। তো বন্ধুরা আজকে আমারা খুবই গুরুত্বপূর্ন কিছু সূত্র ও নিয়মাবলী নিয়ে আলোচনা করব ।যেগুলি খুই সাধারন বিষয় কিন্তু দেখা যায় অনেকেই এই বিষয়গুলো ভুল করে। তাই আজকে আমি চেষ্টা করব আপনাদের একটি ক্লিয়ার কনসেপ্ট দেয়ার জন্য। আশা করি আজকের লেখাটি পড়লে অনেক ভাল কিছু কনসেপ্ট পেতে পারেন।

কি কি থাকছে আজকে🔻🔻🔻
  • ওহমের সূত্র (Ohm's Low)
  • রোধের সূত্র (Resistance Low)
  • সিরিজ সার্কিট (Series Circuit)
  • প্যারালাল সার্কিট (Parallel Circuit)
  • ভোল্টেজ ডিভাইডার রুল (Voltage Divider Rule)
  • কারেন্ট ডিভাইডার রুল (Current Divider Rule)
Ohm's Low, Resistance Low, Voltage Divider Rule, Current Divider Rule, Series Circuit and Parallel Circuit in Bangla
Mixed Circuit

ওহমের সূত্র (Ohm's Low): কোন পরিবাহীর মধ্য দিয়ে স্থির তাপমাত্রয় প্রবাহিত কারেন্টের পরিমান ঐ পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এবং রোধের ব্যাস্তানুপাতিক।
আমরা মনে করি,
 কোন পরিবাহীর দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্য = V
এবং পরিবাহীটির রোধ = R
সুতরাং পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট,
                                                                   

রোধের সূত্র (Resistance Low): কোন পরিবাহীর রেজিস্টেন্স তিনটি বিষয়ের উপর নির্ভর করে ।
০১। পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যর সমানুপাতিক।
০২। পরিবাহীর রোধ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যাস্তানুপাতিক।
০৩। পরিবাহীর রোধ তার উপাদানের উপর নির্ভরশীল যদি তার দৈর্ঘ্য ও প্রস্ত সমান হয়।
অর্থাৎ যদি পরিবাহীর দৈর্ঘ্য = L প্রস্থচ্ছেদের ক্সেত্রফল = A এবং উপাদানের আপেক্ষিক রোধ=    তবে রোধ R হবে,

....................................০১ নং নিয়মানুযায়ী

    .................................০২ নং নিয়মানুযায়ী

  ................................০৩ নং নিয়মানুযায়ী

সিরিজ সার্কিট (Series Circuit): সিরিজ সার্কিট সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি । কিন্তু আজকে আমি একটু ভিন্ন ভাবে সিরিজ সার্কিট ব্যাখ্যা করব যাতে করে যেকোন মিশ্র সার্কিট হতে কোনটি সিরিজ সার্কিট তা চিনতে আপনাদের ভুল না হয়।
০১। সিরিজ সার্কিটে একটি লোডের প্রথম প্রান্ত অপর লোডের দ্বিতিয় প্রান্ত এভাবে একটার পর একটা যুক্ত থাকবে।
০২। দুইটি লোডের মধ্যে কেবল একটি কমন পয়েন্ট থাকবে।
০৩।কমন পয়েন্টে আর কোন কারেন্ট প্রবাহী তার সংযুক্ত থাকতে পারবে না।
০৪।সার্কিটের মোট রোধ সবগুলো রোধের বীজগানিতিক যোগফল হবে।
০৫। সকল লোডে সমান কারেন্ট প্রবাহিত হবে।
চিত্রে R2 ও R3 সিরিজ।

প্যারালাল সার্কিট (Parallel Circuit): প্যারালাল বা সমান্তরাল সার্কিট চেনার ক্ষেত্রেও আমরা তিনটি নিয়ম অনুসরন করতে পারি।
০১। প্যারালাল সার্কিটের সব গুলো লোডের এক প্রান্ত এক পয়েন্টে এবং অপর প্রান্ত অন্য পয়েন্টে যুক্ত থাকবে।
০২। দুই বা ততোধিক লোডের মধ্যে দুইটি কমন পয়েন্ট থাকবে।
০৩। সকল লোডে সমান ভোল্টেজ থাকবে।
চিত্রে R2,R3 এর যেগফল ও R4 প্যারালাল।

ভোল্টেজ ডিভাইডার রুল (Voltage Divider Rule): ভোল্টেজ ডিভাইডার রুল আমরা শুধু  সিরিজ সার্কিটের ক্ষেত্রে ব্যাবহার করতে পারব। মূল নিয়মটি হচ্ছে, আমরা যে শাখার ভোল্টেজ বের করতে চাই সেই শাখার রোধ এবং সার্কিটের মোট সাপ্লাই ভোল্টেজের গুনফলকে সার্কিটের সব গুলি রোধের বীজগানিতিক যোগফল দ্বারা ভাগ করতে হবে।




কারেন্ট ডিভাইডার রুল (Current Divider Rule): কারেন্ট ডিভাইডার রুল শুধু প্যারালাল সার্কিটে ব্যাবহার করতে পারব এবং এই নিয়মে দুইটি শাখা নিয়ে কাজ করা যায়। মূল নিয়মটি হচ্ছে, আমরা যে শাখার কারেন্ট বের করতে চাই তার বিপরীত শাখার রোধ ও দুই শাখায় প্রবাহিত মোট কারেন্টের গুনফলকে দুই শাখার রোধের বীজগানিতিক যোগফল দ্বারা ভাগ করতে হয়।


তাহলে বন্ধুরা আশা করি সবাই বুঝতে পেরেছেন । কেউ না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার কোন ভুল থাকলে দয়া করে সেটাও জানাবেন ।
আজকে এখানেই শেষ। আগামী পর্বে আবারো ফিরব নতুন কোন বিষয় নিয়ে। সবাই ভাল থাকবেন এবং আজকের  বিষয়টি কেমন লাগলো তা কমেন্ট করতে ভুলবেন না । আর নতুন পোষ্ট আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করে নিন এখনি। তাছার আমার সাথে ব্যাক্তিগত যোগাযেগের জন্য কন্টাক্ট ফরমের মাধমে মেসেজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।

আমাদের বিগত পোষ্ট গুলো পড়তে নিচের লিংকে ক্লিক করুন,

Electrical Circuit Basic Study in Bangla । বৈদ্যুতিক সার্কিট বেসিক জানুন বাংলায়  

DC Circuit Basic Introduction in Bangla | বেসিক ডিসি সার্কিট পরিচিতি  

Inductor and Capacitor in DC Circuit Bangla | ডিসি সার্কিটে ইনডাক্টর এবং ক্যাপাসিটর এর প্রভাব  

No comments:

Post a Comment