Electrical Circuit Basic Study in Bangla । বৈদ্যুতিক সার্কিট বেসিক জানুন বাংলায় - EEE AID

Sunday 5 April 2020

Electrical Circuit Basic Study in Bangla । বৈদ্যুতিক সার্কিট বেসিক জানুন বাংলায়

Basic Introduction of Electrical Circuit in Bengali | ইলেকট্রিক্যাল সার্কিটের বেসিক তথ্যাবলী 

Electrical Circuit Basic Study in Bangla । বৈদ্যুতিক সার্কিট বেসিক জানুন বাংলায়
Basic Electrical Circuit
Electrical Circuit: প্রিয় পাঠক বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভাল আছেন। বন্ধুরা আশা করি হেডলাইন দেখেই বুঝে গেছেন আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। হ্যা বন্ধুরা আজকে আমরা বৈদ্যুতিক সার্কিটের (Electrical Circuit) বেসিক বিষয় গুলোর জানব। কারন কোন কিছুর গভীরে যেতে হলে সর্বপ্রথম তার বেসিক জানতে হয় । ঠিক তেমনি আমরা যারা ইন্জিনিয়ারিং সেক্টরে আছি তারা খুব ভাল করেই জানি বেসিক জ্ঞানের গুরুত্ব কতটুকু। ইন্জিনিয়ারিং এ যার যত বেসি বেসিক ক্লিয়ার থাকবে সে তত বেসি এবং তারাতারি এগিয়ে যেতে পারবে।যেমন মনে করুন আপনি কারেন্ট কি বা ভোল্টেজ কি সেটা ভাল করে জানেন না কিন্তু থেবনিন থিওরেম শিখতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার কোনটাই হবে না। এতে করে আমাদের পড়াশুনা থেকে মন উঠে যায়। কিন্তু এটা করা যাবে না, সব কিছু আমাদের এমন ভাবে শিখতে হবে বা এমন ভাবে এগিয়ে যেতে হবে যাতে যেটা পড়ি সেটাই মজা লাগে। আর এটা তখনই সম্ভব যখন আপনার আগের বিষয় গুলো বা বেসিক ক্লিয়ার থাকবে। তাহলে চলুন আজকে কিছু বেসিক জেনে নেই।(Electrical Circuit)

➤বৈদ্যুতিক সার্কিটের বেসিক জ্ঞান (Electrical Circuit Basic Knowledge)

➤কি কি থাকছে এই পর্বে:
  1.  বিদ্যু্ৎ (Electricity) কি?  
  2. ভোল্টেজ (Vlotage) কি?
  3. কারেন্ট (Current) কি?
  4. বৈদ্যুতিক সার্কিট (Electrical Circuit) কি?
  5. বৈদ্যুতিক সার্কিটের (Electrical Circuit) প্রকারভেদ
  6. আদর্শ বর্তনীর (Ideal Circuit) উপাদান কি কি?

বিদ্যু্ৎ (Electricity) কি?  

বন্ধুরা বিদ্যুৎ হচ্ছে এক প্রকার শক্তি, যা এক রুপ থেকে অন্যরুপে রুপান্তরিত হতে পারে । যেমন বৈদ্যুতিক বাতি জ্বললে বাতির চারপাশ গরম হয়ে যায় অর্থাৎ এখানে বৈদ্যুতিক শক্তি তাপ শক্তিতে রুপান্তরিত হচ্ছে।  এই শক্তি পরিবাহী মাধ্যমের ইলেকট্রনের প্রবাহ দ্বারা স্থানান্তরিত হতে পারে।আমরা এই শক্তি কাজে লাগিয়ে আমাদের জীবন যাত্রাকে আরো সহজ করে তুলেছি।(Electrical Circuit)

ভোল্টেজ (Voltage) কি?

ভোল্টেজ (Voltage) হচ্ছে বৈদ্যুতিক শক্তির চাপ। অর্থাৎ পরিবাহীর পরমানুর মুক্ত ইলেক্ট্রন সমূহকে স্থানচ্যুত করতে যে বল বা চাপের প্রয়োজন হয় তাকেই ভোল্টেজ (Voltage) বলে। তাই ভোল্টেজ ছারা বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না।
 অর্থাৎ ভোল্টেজ বা চাপ প্রয়োগের মাধ্যমে পরিবাহীর ইলেকট্রন সমূহকে স্থানান্তরিত করা হয়।
ভোল্টেজকে (Voltage) ইংরেজীতে V দ্বারা প্রকাশ করা হয়।(Electrical Circuit)
এর পরিমাপক একক হচ্ছে Volt (V)
ভোল্টমিটার (Voltmeter) দ্বারা কোন বর্তনীর ভোল্টেজ পরিমাপ করা যায়।

কারেন্ট (Current) কি?

কোন পরিবাহীর ইলেকট্রনের প্রবাহকেই কারেন্ট (Current) বলে। কোন বর্তনীতে ভোল্টেজ প্রয়োগ করা হলে ঐ পরিবাহীর পরমানুর ইলেকট্রন সমূহ প্রবাহিত হতে থাকে আর এই প্রবাহই কারেন্ট।ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে কারেন্ট (Current) প্রবাহিত হয়। (Electrical Circuit)
কারেন্টকে (Current)  ইংরেজীতে I দ্বারা প্রকাশ করা হয়।
এর পরিমাপক একক হচ্ছে Ampere (A)
এমিটার (Ammeter)  দ্বারা কোন বর্তনীর কারেন্ট পরিমাপ করা যায়।(Electrical Circuit)

উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) সরকারি চাকরি ১৫ টি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

➤বৈদ্যুতিক সার্কিট (Electrical Circuit) কি?

 বিদ্যুৎ চলাচলের সম্পূর্ন পথকেই বৈদ্যুতিক সার্কিট (Electrical Circuit) বলে। তবে এই চলাচলের পথটি অবশ্যই বদ্ধ হতে হবে। নিচের চিত্রটি দেখুন।(Electrical Circuit)
Electrical Circuit Basic Study in Bangla । বৈদ্যুতিক সার্কিট বেসিক জানুন বাংলায়
Basic Electrical  Circuit

বৈদ্যুতিক সার্কিটের (Electrical Circuit) প্রকারভেদ:  

অবস্খাভেদে বৈদ্যুতিক সার্কিট (Electrical Circuit) দুই প্রকার। 
০১. খোলা বর্তনী ( সুইচ অফ অবস্থায়) - Open Circuit
০২. বদ্ধ বর্তনী (সুইচ অন অবস্থায়) - Closed Circuit
কারেন্ট প্রবাহ অনুযায়ী বৈদ্যুতিক সার্কিট (Electrical Circuit) দুই প্রকার।
০১. ডিসি সার্কিট (DC Circuit)
০২. এসি সার্কিট (AC Circuit)
সজ্জা অনুযায়ী তিন প্রকার ।
০১. সিরিজ সার্কিট (Series Circuit)
০২. প্যারাল্যাল সার্কিট (Parallel Circuit)
০৩. মিশ্র সার্কিট (Mixed Circuit)
 Ohm's Low, Resistance Low, Voltage Divider Rule, Current Divider Rule, Series Circuit and Parallel Circuit in Bangla

➤চিত্র হতে কিছু বিষয় জেনে নেই
  • উপরের চিত্রটি একটি ডিসি সার্কিট কারন তে ডিসি সোর্স ব্যাটারী লাগানো আছে। এসি সোর্স লাগালে এসি সার্কিট হয়ে যাবে।
  • চিত্রটি একটি খোলা বর্তনী  কারন এর সুইচ অফ আছে । সুইচ অন করলে এটি বদ্ধ বর্তনী হয়ে যাবে। 
  • চিত্রটি একটি সিরিজ সার্কিট 

আদর্শ বর্তনীর উপাদান:

০১. পরিবাহী তার (Connecting Wire) - কপার বা অ্যালুমনিয়িাম
০২. নিয়ন্ত্রন যন্ত্র (Controlling Equipment) - সুইচ
০৩. রক্ষনযন্ত্র (Safety Equipment) - সার্কিট ব্রেকার
০৪. উৎস (Power Source) - ব্যাটারী  বা জেনারেটর
০৫. লোড (Load) - বাতি, ফ্যান, টিভি ইত্যাদি
আজকে এখানেই শেষ। আগামী পর্বে আবারো ফিরব নতুন কোন বিষয় নিয়ে। সবাই ভাল থাকবেন এবং আজকের  বিষয়টি কেমন লাগলো তা কমেন্ট করতে ভুলবেন না । আর নতুন পোষ্ট আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করে নিন এখনি। তাছারা আমার সাথে ব্যাক্তিগত যোগাযেগের জন্য কন্টাক্ট ফরমের মাধমে মেসেজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।(Electrical Circuit)

আমাদের আরো পোষ্ট গুলো পড়তে নিচের লিংকে ক্লিক করুন,

বৈদ্যুতিক সার্কিট বেসিক জানুন বাংলায়  

বেসিক ডিসি সার্কিট পরিচিতি  

ডিসি সার্কিটে ইনডাক্টর এবং ক্যাপাসিটর এর প্রভাব  

No comments:

Post a Comment