Inductor and Capacitor in DC Circuit Bangla | ডিসি সার্কিটে ইনডাক্টর এবং ক্যাপাসিটর এর প্রভাব - EEE AID

Thursday 9 April 2020

Inductor and Capacitor in DC Circuit Bangla | ডিসি সার্কিটে ইনডাক্টর এবং ক্যাপাসিটর এর প্রভাব

Inductor and Capacitor in DC Circuit Bangla | ডিসি সার্কিটে ইনডাক্টর এবং ক্যাপাসিটর এর প্রভাব
Dc Circuit

Why Inductor and Capacitor Doesn't work in DC Circuit? ডিসি সার্কিটে কেন ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর কাজ করে না?  

Inductor & Capacitor: হ্যালো বন্ধুরা কেমন আছন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন। আমিও অনেক ভাল আছি এবং আজকে খুব মজার এবং গুরুত্বপূর্ন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। শিরোনাম দেখে আপনারা হয়ত বুঝে গেছেন আজকের বিষয় কি। এবং ভাবছেন এই প্রশ্নটা তো অনেকবার দেখেছেন । হ্যা বন্ধুরা এই প্রশ্ন ডিসি (DC Circuit) সার্কিটের অনেক গুরুত্বপূর্ন একটি প্রশ্ন । যারা এর উত্তর জানেন না বা জানেন কিন্তু এখনো ক্লিয়ার না আজকে আমার এই লেখাটি মনোযোগ সহকারে পড়লে আশা করি সবাই বুঝতে পারবেন। এই বিষয়টি ভাল ভাবে জানা থাকলে ডিসি সার্কিটের গানিতিক সমস্যা বা সার্কিট সমাধান করতে অনেক সুবিধা হয়। তাছারা অনেকে এই ছোট একটা থিওরি না জানার কারনে অনেক সময় অনেক সার্কিট ভুল করে। তাহলে শুরু করা যাক 🔻🔻🔻

ডিসি সার্কিটে ইন্ডাক্টরের প্রভাব (Inductor in DC Circuit)

Inductor in dc circuit: প্রথমেই আমরা জেনে নেই যে, ডিসি সার্কিটে ডিসি সোর্স হতে যে পাওয়ার সাপ্লাই পাওয়া যায় তা Average Value তে থাকে । কারন ডিসিতে ফ্রিকুয়েন্সির কোন প্রভাব নেই । ফলে কারেন্ট এবং ভোল্টেজের মান সবসময় একই থাকে । 
(Inductor in dc circuit )অর্থাৎ এখানে f=0 
আবার আমরা জানি যে, ইন্ডাক্টরের ইন্ডাক্টেন্স জনিত বাধাকে ইন্ডাক্টিভ রিয়াক্ট্যান্স বলে। 
এবং ইন্ডাক্টিভ রিয়াক্ট্যান্স,
     [f=0]

অর্থাৎ এখানে ইন্ডাক্টেন্স (Inductance) জনিত বাধা শূন্য (০)। তাহলে বুঝা যাচ্ছে যে, কোন ইন্ডাক্টরের (Inductor) মধ্য দিয়ে ডিসি কারেন্ট প্রবাহিত করলে তা শর্ট সার্কিটের মত কাজ করবে।কারন কোন কিছুর রেজিস্ট্যান্স মূন্য সানে সে বৈদ্যুতিক সুপরিবাহী। তাই ডিসি সার্কিট (Inductor in dc circuit) সমাধান করার সময় সার্কিটে ইন্ডাক্টর থাকলে তা শর্ট হিসেবে বিবেচনা করা হয। ঠিক নিচের চিত্রের মত,
Inductor and Capacitor in DC Circuit Bangla | ডিসি সার্কিটে ইনডাক্টর এবং ক্যাপাসিটর এর প্রভাব
Inductor in dc circuit
 

ডিসি সার্কিটে ক্যাপাসিটরের প্রভাব (Capacitor in DC Circuit)

Capacitor in dc circuit: উপরের  ইন্ডাক্টরের (Inductor) আলোচনা থেকেই আমরা বুঝতে পেরেছি ডিসি সার্কিটে (Dc Circuit) ফ্রিকুয়েন্সি শূন্য। তাহলে এবার জেনে নেই যদি কোন ডিসি সার্কিটে ক্যাপাসিটর থাকে তবে আমরা কিভাবে সমাধান করব।
ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স জনিত বাধাকে ক্যাপাসিটিভ রিয়্যাকটেন্স বলা হয়। Capacitor in dc circuit
এবং ক্যাপাসিটিভ রিয়্যাকটেন্স,

                                               [f=0]


এখানে ক্যাপাসিটেন্স জনিত বাধা অসীম । অর্থাৎ কোন ক্যাপাসিটরের (Capacitor) মধ্য দিয়ে ডিসি কারেন্ট প্রবাহিত হয় না  ফলে তা ওপেন সার্কিটের মত কাজ করে । তাই ডিসি সার্কিটে ক্যাপাসিটর (Capacitor in dc circuit) থাকলে সার্কিট সমাধান করার জন্য আমরা ওপেন হিসেবে বিবেচনা করি। ঠিক নিচের চিত্রের মত,
Inductor and Capacitor in DC Circuit Bangla | ডিসি সার্কিটে ইনডাক্টর এবং ক্যাপাসিটর এর প্রভাব
Capacitor in dc circuit

তাহলে বন্ধুরা আশা করি সবাই বুঝতে পেরেছেন । কেউ না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার কোন ভুল থাকলে দয়া করে সেটাও জানাবেন ।

আজকে এখানেই শেষ। আগামী পর্বে আবারো ফিরব নতুন কোন বিষয় নিয়ে। সবাই ভাল থাকবেন এবং আজকের  বিষয়টি কেমন লাগলো তা কমেন্ট করতে ভুলবেন না । আর নতুন পোষ্ট আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করে নিন এখনি। তাছার আমার সাথে ব্যাক্তিগত যোগাযেগের জন্য কন্টাক্ট ফরমের মাধমে মেসেজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।

আমাদের বিগত পোষ্ট গুলো পড়তে নিচের লিংকে ক্লিক করুন,

Electrical Circuit Basic Study in Bangla । বৈদ্যুতিক সার্কিট বেসিক জানুন বাংলায়

DC Circuit Basic Introduction in Bangla | বেসিক ডিসি সার্কিট পরিচিতি 

Capacitor in dc circuit | Capacitor in dc circuit | Capacitor in dc circuit | Capacitor in dc circuit
Inductor in dc circuit | Inductor in dc circuit | Inductor in dc circuit | Inductor in dc circuit 
Capacitor in dc circuit | Capacitor in dc circuit | Capacitor in dc circuit | Capacitor in dc circuit
Inductor in dc circuit | Inductor in dc circuit | Inductor in dc circuit | Inductor in dc circuit 


No comments:

Post a Comment