Power System Basic in Bangla | পাওয়ার সিস্টেম বেসিক - EEE AID

Sunday, 12 April 2020

Power System Basic in Bangla | পাওয়ার সিস্টেম বেসিক

Power System Basic in Bangla | পাওয়ার সিস্টেম বেসিক
Power System

বাংলাদেশের পাওয়ার সিস্টেম | Power System of Bangladesh

হ্যা! বন্ধুরা আজকে আমরা পাওয়ার সিস্টেমের (Power System) কিছু বেসিক বিষয় নিযে আলোচনা করব। আসলে পাওয়ার সিস্টেম টা অনেক বড় একটি অধ্যায় । কিন্তু আমাদের আগে এর বেসিক কার্যক্রম গুলো জানতে হবে তাহলেই আমরা গভীরে যেতে পারব। এখন আপনারা উপরের চিত্রটি একটু ভাল করে দেখুন। তাহলে পাওয়ার সিস্টেমের ধাপ গুলো খুব সহজেই বুঝে যাবেন। আমি নিচে ক্রমানুসারে পাওয়ার সিস্টেমের ধাপ গুলো উল্লেখ করছি,
  • জেনারেশন
  • প্রাইমারী ট্রান্সমিশন
  • সেকেন্ডারী ট্রান্সমিশন
  • প্রাইমারী ডিস্ট্রিবিউশন
  • সেকেন্ডারী ডিস্ট্রিবিউশন
জেনারেশন (Generation): এটি হচ্ছে পাওয়ার সিস্টেমের (Power System) সর্বপ্রথম ধাপ। এই পর্যায়ে বিদ্যুৎ উৎপাদন হয়। বিদ্যুৎ মূলত সূর্য, পানি, কয়লা, গ্যাস, ডিজেল  ও পারমানবিক শক্তি থেকে উৎপদিন করা হয়। বাংলাদেশে বর্তমানে কয়েক ধরনের বিদ্যুৎ উপাদন কেন্দ্র রয়েছ। তার মধ্যে উল্লেখযোগ্য গুলো উৎপাদন ক্ষমতাসহ (বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য মতে)  নিচে দেয়া হল,
  • কয়লা বিদ্যুৎ কেন্দ্র (Coal Power Plant) - ৫২৪ মে. ও
  • গ্যাস বিদ্যুৎ কেন্দ্র (Gas Power Plant)- ১০৬৭৮ মে. ও
  • এইচ এফ ও (HFO) - ৫২০৮ মে ও
  • এইচ এস ডি (HSD) - ১৭৯৫ মে ও
  • পানি বিদ্যুৎ কেন্দ্র (Hydro Power Plant) - ২৩০ মে ও
  • সোলার বিদ্যুৎ কেন্দ্র (Solar Power Plant) - ৩৫ মে ও
  • আমদানিকৃত (Imported) - ১১৬০ মে ও
ট্রান্সমিশন (Transmission): পাওয়ার সিস্টেমে (Power System) জেনারেটিং স্টেশন থেকে ডিস্ট্রিবিউশন সাবস্টেশন পর্যন্ত যে উচ্চ ভোল্টেজের লাইনের যে কার্যক্রম তাই ট্রন্সমিশন ।
ট্রান্সমিশন দুই ধাপে সম্পন্ন করা হয়। প্রথম প্রাইমারী ট্রান্সমিশন এবং দ্বিতীয় সেকেন্ডারী ট্রান্সমিশন ।
বাংলাদেশে প্রাইমারী ট্রান্সমিশন ভোল্টেজ 400 KV, 230 KV, 132 KV এর মধ্যে হয় এবং সেকেন্ডারী ট্রান্সমিশন 66 KV , 33 KV এর মধ্যে হয়।
ট্রান্সমিশন প্রক্রিয়া (Transmission System): কয়েকভাবে বিদ্যুৎ ট্রান্সমিশন করা যায়। যেমন:
  1. উচ্চ ভোল্টেজ ডিসি (HVDC)
  2. ডিসি দুই তার পদ্ধতি (DC Two wire)
  3. ডিসি দুই তার মধ্যন্দিুতে আর্থ (DC Two Wire Middle Point Earth)
  4. ডিসি তিন তার (DC Three Wire)
  5. এসি সিঙ্গেল ফেজ দুই তার (AC single Phase Two Wire)
  6. এসি সিঙ্গেল ফেজ দুই তার মধ্যন্দিুতে আর্থ (AC Single Phase Two Wire Middle Point Earth)
  7. এসি সিঙ্গেল ফেজ তিন তার (AC Single Phase Three Wire)
  8. এসি দু্ই ফেজ তিন তার (AC Two Phase Three Wire)
  9. এসি দুই ফেজ চার তার (AC Two Phase Four Wire)
  10. এসি তিন ফেজ তিন তার (AC Three Phase Three Wire)
  11. এসি তিন ফেজ চার তার (AC Three Phase Four Wire)
ডিস্ট্রিবিউশন (Distribution): পাওয়ার সিস্টেমে (Power System) সাবস্টেশন থেকে গ্রাহক পর্যায়ের কার্যক্রম কে ডিস্ট্রিবিউশন বলে। ডিস্ট্রিবিউশন ও দুই রকমের হয়, প্রাইমারী ও সেকেন্ডারী। মিল কারখানা বা শিল্প এলাকার জন্য ডিস্ট্রিবিউশন ভোল্টেজ 11 KV, 6.6 KV , 3.3 KV এবং আবাসিক গ্রহকের জন্য ডিস্ট্রিবিউশন ভোল্টেজ 400 V, 230 V হয়। 
ডিস্ট্রিবিউশন সিস্টেম (Distribution System): ডিস্ট্রিবিউশন ও কয়েকভাবে করা যায়। যেমন নিচে দেয়া হল,
  1. ডিসি সিস্টেম(DC System)
  2. এসি সিস্টেম  (AC System)
  3. আন্ডারগ্রাউন্ড (Underground)
  4. ওভারহেড (Overhead)
  5. রেডিয়াল (Radial)
  6. রিং মেইন (Ring Main)
Thevenin Theorem Easy Solution in Bangla | থেবনিন থিওরেম এখন অনেক সহজ  
 কি বন্ধুরা কেমন লাগল আজকের লেখাটি ? জানি একটু খারাপ লাগতে পারে কারন আজকের লেখাটি একেবারে বেসিক লেভেলের । কিন্তু অনেক সময় আমরা এই বেসিকেই ভুল করে ফেলি । তাই দয়া করে ধৈর্য্য হারাবেন না । আগমী লেখাতে  পাওয়ার সিস্টেমের এডভান্স লেভেলের সমস্যাগুলো নিয়ে আলোচনা করব।
এই পর্যন্ত সবাই ভাল থাকবেন আর কিছু জানার থাকলে কমেন্টে বা কন্টাক্ট ফরমের মাধ্যমে জানাবেন ।
ধন্যবাদ।

1 comment: