Single Phase Induction Motor Working in Bangla | সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর এর কার্যপ্রনালী - EEE AID

Sunday 12 April 2020

Single Phase Induction Motor Working in Bangla | সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর এর কার্যপ্রনালী

 Single Phase Induction Motor Working Principle in Bengali

Single Phase Induction Motor Working in Bangla | সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর এর কার্যপ্রনালী

Single Phase Induction Motor: হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে আমরা এসি মেসিনের খুবই গুরুত্বপূর্ন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হ্যা বন্ধুরা সিঙ্গেল ফেজ এসি মটর বা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। এধরনের মটর শুধু পড়াশুনার জন্য নয় আমাদের দৈনন্দিন জীবনের ও নিত্য সঙ্গী। বাসা বাড়িতে বেশির ভাগই সিঙ্গেল ফেজ মটর ব্যাবহার করা হয়। সুতরাং আজকের বিষয়টি সবার জন্যই গুরুত্বপূর্ন। আমি খুব সংক্ষিপ্ত ভাবে আজকের বিষয়টি উপস্থাপন করব এবং যতটা সম্ভব বেসিকটা বুঝানোর চেস্টা করব।

সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মটর কি? What is Single Phase Induction Motor?

যেসকল মোটরের স্টেটরে (Stator) সিঙ্গেল ফেজ এসি সাপ্লাই (AC Supply) দেয়া হয় এবং রোটরে প্রয়োজনীয় বৈদ্যুতিক শক্তি স্টেটর হতে ইন্ডাকশন (Induction) উপায়ে গ্রহন করে তাদের সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর বলে।
এ ধরনের মেোটরের স্টেটরে মেইন ওয়াইন্ডিং করা থাকে এবং রোটরে শর্ট সার্কিটেড স্কুইরেল কেজ (Squirel Cage) ওয়াইন্ডিং করা থাকে।অর্থাৎ আমরা যে এসি সাপ্লাই দিব তা স্টেটর ওয়াইন্ডিং এ প্রয়োগ হবে।

 
সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মটরের কার্যপ্রনালী |Working Principle of Single Phase Induction Motor

এসি সিঙ্গেল ফেজ মোটরের কার্যপ্রনালী খুবই সহজ, একটু মনোযোগ দিলেই আপনারা বুঝতে পারবেন আশা করি। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের স্টেটরে সিঙ্গেল ফেজে এসি সাপ্লাই দিলে কয়েলে ভোল্টেজ আবিষ্ট হয় ফলে ম্যাগনেটিক ফ্লাক্স (Magnetic Flux) সৃষ্টি হয়। এই ফ্লাক্স রোটর (Rotor) ফিল্ডে সংশ্লিষ্ট হয়ে এবং রোটরেও ভোল্টেজ আবিষ্ট হয়। ফলে রোটর ফিল্ডে একটি স্থির চুম্বকক্ষেত্র  সৃষ্টি হয়। এই স্থির ম্যাগনেটিক ফ্লাক্স সর্বদা স্টেটর ফ্লাক্সকে প্রতিহত করে। যেহেতু এখানে কোন ঘূর্নায়মান ফ্লাক্স সৃষ্টি হয় নাই তাই সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর নিজে নিজে স্টার্ট নিতে পারে না।  তবে যেকোন উপায়ে একবার রোটকে কোন একদিকে ঘুরিয়ে দিলে সেই দিকে ঘুরতে থাকে।

সিঙ্গেল ফেজ মোটর সেলফ স্টার্টিং না হওয়ার কারন | Why Single Phase Induction Motor is not Self Starting?

সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের কোন স্টার্টিং টর্ক (Starting Torque) নেই কারন এতে কোন রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হয় না। ফলে এর স্লিপ শূন্য আর স্লিপ শূন্য বিধায় ইহা নিজে নিজে স্টার্ট নিতে পারে না। এজন্য বিভিন্ন উপায়ে সিঙ্গেল ফেজ মাটরকে সেলফ স্টাটিং বানানো হয়। নিচে পদ্ধতি গুলো দেয়া হল।


সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের সেলফ স্টার্টিং পদ্ধতিসমূহ (Single Phase Induction Motor Self start Process):

  • মোটর ফেজ বিভক্ত করে
  • ক্যাপাসিটর রান মোটর হিসেবে
  • রিপালশন মোটর হিসাবে
  • মোটর পোলে  শেডিং কয়েল পরিয়ে
সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ব্যাবহার (Uses of Single Phase Induction Motor):
  • সিলিং ফ্যানে (Ceiling )
  • পানির  পাম্প (Water Pump)
  • ভ্যাকুয়াম ক্লিনারে (Vacuum Cleaner)
  • ফুড  মিক্সার (Food Mixer)
  • ব্লোয়ারে  (Electric Blower)
  • হেয়ার ড্রেসারে (Hair Dresser) ইত্যাদি

আজকে এখানেই শেষ। আগামী পর্বে আবারো ফিরব নতুন কোন বিষয় নিয়ে। সবাই ভাল থাকবেন এবং আজকের  বিষয়টি কেমন লাগলো তা কমেন্ট করতে ভুলবেন না ।যদি ভাল লেগে থাকে তবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর নতুন পোষ্ট আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করে নিন এখনি। তাছারা আমার সাথে ব্যাক্তিগত যোগাযেগের জন্য কন্টাক্ট ফরমের মাধমে মেসেজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।

আমাদের বিগত পোষ্ট গুলো পড়তে নিচের লিংকে ক্লিক করুন,

Thevenin Theorem Easy Solution in Bangla | থেবনিন থিওরেম এখন অনেক সহজ 

Inductor and Capacitor in DC Circuit Bangla | ডিসি সার্কিটে ইনডাক্টর এবং ক্যাপাসিটর এর প্রভাব   

Ohm's Low, Resistance Low, Voltage Divider Rule, Current Divider Rule, Series Circuit and Parallel Circuit in Bangla

No comments:

Post a Comment