AC Circuit Fundamental in Bangla | এসি সার্কিটের খুটি নাটি তথ্য - EEE AID

Saturday 11 April 2020

AC Circuit Fundamental in Bangla | এসি সার্কিটের খুটি নাটি তথ্য

AC Circuit Fundamental in Bengali | এসি সার্কিটের খুটি নাটি তথ্য

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। আজকে আমরা এসি সার্কিটের  খুবই বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করব । এই বিষয়গুলি আমরা অনেকেই এরিয়ে চলি যার কারনে দেখা যায় মাঝপথে গিয়ে অনেকে বুজতেই পারে না যে সে কতটা গভীরে আছে। তো বন্ধুরা আমি সব সময় সবাইকে বলি যে আগে যেকোন  বিষয়ের বেসিক বুঝার চেষ্টা করতে হবে । বেসিক বুঝতে পারলে এডভান্স লেভেলে গিয়ে আর কোন সমস্যা হয় না।তকন খুব সহজেই আপনারা বিষযগুলি আয়ত্ত করতে পারবেন। সেজন্য আজকে আমি এসি সার্কিটের বেসিক কিছু তথ্য আপনাদের সাথে শেযার করব, যেগুলি আমাদের পরবর্তী পর্বের জন্য খুবই গুরুত্বপূর্ন। তাহলে চলুন শুরু করে দেই।



এমপ্লিচুড (Amplitude): কোন পরিবর্তনশীল রাশির ধনাত্বক বা ঋনাত্বক অর্ধসাইকেলের সর্বোচ্চ মানকে এমপ্লিচুড বলে।

ফ্রিকুয়েন্সি (Frequency): কোন পরিবর্তনশীল রাশি প্রতি সেকেন্ডে যতগুলি সাইকের সম্পন্ন করে তাকে ফ্রিকুয়েন্সি বলে।

পিরিয়ড (Period): একটি সাইকেল সম্পন্ন করতে যত সময় রাগে তাকে টাইম পিরিয়ড বলে।

ফেজ (Phase): কোন পরিবর্তনশীল রাশির কোন নির্দিষ্ট সময়ে উহার কৌনিক দুরত্বকে ফেজ বলে। 

ফেজ এঙ্গেল (Phase Angle): এসি সার্কিটের কারেন্ট এবং ভোল্টেজের মধ্যবর্তী কোনকে ফেজ এঙ্গেল বলে।

তাৎক্ষনিক মান (Immediate Value): পরিবর্তনশীর রাশির যেকোন মূহুর্তের মানকে তাৎক্ষনিক মান বলা হয়। তাৎক্ষনিক মান গুলোকে  i, v দ্বারা প্রকাশ করা হয়।

গড়মান (Average Value): তাৎক্ষনিক মানসমূহের গড়কে গড়মান বলে।

ফরম ফ্যাক্টর (Form Factor): কোন সাইন ওযেভ এর কার্যকরী মান ও গড়মানের অনুপাতকে ফরম ফ্যাক্টর বলে। একে Kf দ্বারা প্রকাশ করা হয় । এর মান Kf = 1.11

পিক/ক্রেস্ট/এমপ্লিচুড ফ্যাক্টর (Peak/Creast/Amplitude Factor): কোন তরঙ্গের সর্বোচ্চ মান এবং কার্যকরী মানের অনুপাতকে এমপ্লিচুড ফ্যাক্টর বলে। একে Ka দ্বারা প্রকাশ করা হয়। এর মান Ka = 1.414

পাওয়ার ফ্যাক্টর (Power Factor): এসি কারেন্ট এবং ভোল্টেজের মধ্যবর্তী কোনের কোসাইন মানকে পাওয়ার ফ্যাক্টর বলে।
পাওয়ার ফ্যাক্টর তিন প্রকার ।যেমন:
০১. ইউনিটি পাওয়ার ফ্যাক্টর (Unity Power Factor) - রেজিস্টিভ লোড (Resistive Load)
০২. ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর (Lagging Power Factor) - ইন্ডাক্টিভ লোড (Inductive Load)
০৩. লিডিং পাওয়ার ফ্যাক্টর (Leading Power factor) - ক্যাপসিটিভ লোড (Capacitive Load)
আরো কিছু গুরুত্বপূর্ন তথ্য:
  • এসি সার্কিটে সবধরনের মিটারে RMS Value তে পাঠ দেয়।
  • এসি সার্কিট সমাধান করার সময় সোর্স ভোল্টেজ বা কারেন্টের মান RMS এ নিয়ে কাজ  করতে হবে। 
  • এসি সার্কিট সমাধানে সকল ধরনের যোগ, বিয়োগ, গুন, ভাগ ভেক্টর নিয়মে হবে।
  • তাৎক্ষনিক মানের সমীকরনে cos থাকলে তা sine এ পরিবর্তন করে নিব।
  • Irms = Im/1.414
  • 1 Radian = 180/3.1416 Degree 
আজকে এখানেই শেষ। আগামী পর্বে আবারো ফিরব নতুন কোন বিষয় নিয়ে। সবাই ভাল থাকবেন এবং আজকের  বিষয়টি কেমন লাগলো তা কমেন্ট করতে ভুলবেন না ।যদি ভাল লেগে থাকে তবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর নতুন পোষ্ট আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করে নিন এখনি। তাছারা আমার সাথে ব্যাক্তিগত যোগাযেগের জন্য কন্টাক্ট ফরমের মাধমে মেসেজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।

আমাদের বিগত পোষ্ট গুলো পড়তে নিচের লিংকে ক্লিক করুন,

Thevenin Theorem Easy Solution in Bangla | থেবনিন থিওরেম এখন অনেক সহজ 

Inductor and Capacitor in DC Circuit Bangla | ডিসি সার্কিটে ইনডাক্টর এবং ক্যাপাসিটর এর প্রভাব   

Ohm's Low, Resistance Low, Voltage Divider Rule, Current Divider Rule, Series Circuit and Parallel Circuit in Bangla

No comments:

Post a Comment